ভিন্ন রূপে ছোট পর্দায় আভেরী

3 hours ago 4
দর্শকদের চমকে দিতে ফের ছোটপর্দায় হাজির হতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী আভেরী সিংহ রায়। ‘ভুতু’ আর ‘কৃষ্ণকলি’র মিষ্টি নায়িকা এবার পুলিশের খাকি পোশাকে একেবারে অন্য রূপে পর্দায় আসতে চলেছেন । জি বাংলার নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’-এ আভেরীকে দেখা যাবে ইন্সপেক্টর নীলিমার চরিত্রে, তার সঙ্গে থাকছেন ঋষি কৌশিক ও রুকমা রায়। এবার খুন, রহস্য আর রোমাঞ্চের জালে জড়িয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তার চরিত্রটি বেশ রহস্যময়। বেশিরভাগ সময় তিনি ছদ্মবেশে ফুড ব্লগার হিসেবে তদন্ত চালাবেন। কেন তিনি নিজের পরিচয় গোপন করে আছেন, সেই রহস্যের জট খুলবে ধারাবাহিকের গল্পে। সম্প্রতি আভেরী তার নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে তাকে একদিকে পুলিশের পোশাকে এবং অন্যদিকে সাধারণ পোশাকে দেখা গেছে, যা তার চরিত্রের ভিন্ন দিক তুলে ধরে।  আভেরীকে সবশেষ 'তেঁতুলপাতা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। খুব শিগগির হইচই প্ল্যাটফর্মে তার নতুন সিরিজ 'ভূত তেরিকি' মুক্তি পাচ্ছে। এটি একটি ভৌতিক কমেডি সিরিজ, যেখানে তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। ১২ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পাবে।
Read Entire Article