ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য: জামায়াত আমির

6 hours ago 5

 

রাজনীতিতে ভিন্নমত থাকবে উল্লেখ করে দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আজ হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রত্যাশিত রায় হয়েছে। এ রায় দ্রুত কার্যকর করতে হবে। এর মধ্যদিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন।

ডা. শফিকুর রহমান ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে একে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন। একই সঙ্গে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এএএম/ইএ/জেআইএম

Read Entire Article