ভিপি প্রার্থী উমামার রহস্যজনক পোস্ট

11 hours ago 6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ঐক্যজোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে এক রহস্যজনক পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের ভোট গণনার সময় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তিনি এক পোস্ট দেন। পোস্টে উমামা লেখেন, ‘লাইলাতুল গুজব।’ তবে তিনি এটা লিখে কী বোঝাতে চেয়েছেন, তা বিস্তারিত বলেননি। এ সময় তার পোস্টের কমেন্টে নানাজনকে নানা মন্তব্য করতে দেখা গেছে। এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছু পরপরই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিজঅ্যাবল হয়ে যায়। অবশ্য এর কিছু পরেই তিনি তা ফিরে পান। বিষয়টি নিশ্চিত করে একই আইডিতে তিনি লেখেন, ‘ভোট গ্রহণের শেষ সময়ে রিপোর্টিংয়ের ফলে আমার অ্যাকাউন্ট ডিজঅ্যাবল হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর কিছুক্ষণ আগে আইডি ফেরত পেয়েছি।’ এর আগে মঙ্গলবার দুপুরে ভোট চলাকালীন স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অব্যবস্থাপনা এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, ‘আমাদের পোলিং এজেন্টদের স্থান পরিবর্তন করা হয়েছে। মেয়েদের হলের জন্য মনোনীত এজেন্টদের ছেলেদের হলে এবং ছেলেদের হলের এজেন্টদের মেয়েদের হলে বদলি করা হয়েছে।’
Read Entire Article