ভিপিএন ব্যবহার বেশি হয় কোন ডিভাইসে?

1 month ago 18

বিশ্বজুড়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। সাধারণত নিজের পরিচয় লুকিয়ে ইন্টারনেট ব্যবহারের জন্য ভিপিএন ব্যবহার করে মানুষ। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করা যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ভিপিএন ব্যবহার হয় ডেস্কটপ ও ল্যাপটপে।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য বলছে, ডেস্কটপ বা ল্যাপটপে ভিপিএন ব্যবহার করেন ৭২ শতাংশ ব্যবহারকারী। তবে খুব বেশি পিছিয়ে নেই মোবাইল ফোন ব্যবহারকারীরাও।

জরিপ বলছে, ৬৯ শতাংশ ব্যবহারকারী মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করেন।

জরিপে অংশ নেওয়া আইফোন ব্যবহারকারীদের অর্ধেকের বেশি (৫২ শতাংশ) জানিয়েছেন, তারা ভিপিএন ব্যবহার করেন।

ভিপিএন ব্যবহারের কথা জানিয়েছেন ৩৭ শতাংশ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীও। আর ট্যাবলেটে ভিপিএন ব্যবহার করেন ৩৩ শতাংশ মানুষ।

জরিপ অনুসারে, বর্তমানে ব্যবসার তুলনায় ব্যক্তিগত পর্যায়েই ভিপিএনের ব্যবহার বেশি হচ্ছে। ব্যক্তিগত সুরক্ষা বাড়াতে এবং নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস ও কন্টেন্টের অ্যাকসেস পেতেই ভিপিএন বেশি ব্যবহার করছে মানুষ।

কেএএ/

Read Entire Article