ভিসাপ্রত্যাশী শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র

2 months ago 7
ভিসাপ্রার্থী বিদেশি শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নির্দেশনা না মানলে ভিসার আবেদন বাতিল করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনাটি বৃহস্পতিবার (১৯ জুন) প্রচার করে দ্য টাইমস অব ইসরায়েলসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্র বলছে, ভিসাপ্রার্থী বিদেশি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দিতে হবে। কোনোক্রমেই তাদের অ্যাকাউন্ট-প্রোফাইল লক করে রাখা যাবে না।  মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তারা বিদেশিদের জন্য স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু করছে। তবে কর্মকর্তাদের পর্যালোচনার জন্য সকল আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘পাবলিক’ হিসেবে সেট করতে হবে। বিভাগ বলছে, কনস্যুলার অফিসাররা নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নীতির প্রতি আবেদনকারীর কোনো বৈরিতার ইঙ্গিত দেখানো কার্যকলাপ, পোস্ট এবং বার্তাগুলো খতিয়ে দেখবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর ব্যবস্থার সর্বশেষ পদক্ষেপ এই ঘোষণা। যুক্তরাষ্ট্র বলছে, আবেদনকারীরা যারা অ্যাকাউন্ট পাবলিক করতে অস্বীকৃতি জানাবেন তাদের আবেদন বাতিল করা হতে পারে।
Read Entire Article