ভুট্টাক্ষেতে পড়ে ছিল হাত-পা বাঁধা মোয়াজ্জিনের লাশ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে খায়রুল ইসলাম নামে এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার মধ্য ভবানন্দপুর এলাকায় বামুনপাড়া সামসউদ্দিনের হাস্কিং মিলের কাছের একটি ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে খায়রুল বাড়ি থেকে খাবার খেয়ে মিলের উদ্দেশ্য বের হন। শনিবার সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জানতে পারেন একটি ভুট্টাক্ষেতে একজনের লাশ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খায়রুলের লাশ বলে নিশ্চিত হন। লাশের হাত-পা বাঁধা ছিল, শরীরের বিভিন্ন অংশে মারধরের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরশেদুল হক বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।