জয়পুরহাটে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে সাইফুল নামের এক নিকাহ রেজিস্ট্রার ও তার ভাই সাইদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পিংকি আক্তার।
তিনি অভিযোগ করেন, ২০২৩ সালের ৬ ডিসেম্বর কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার সঙ্গে ৩০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। সেই নিকাহনামা রেজিস্ট্রি করেন কাজি সাইফুল ও সহযোগিতা করেন তার ভাই সাইদুল। এর দুই মাস পর মাসুদ রানা মারা গেলে মাসুদ রানার পরিবারের লোকজন তাকে অস্বীকার করেন। পরে সাইফুল কাজির কাছে কাবিননামার নকল উঠাতে গেলে তিনি ভুয়া নকলনামা সরবরাহ করেন। তারপর থেকে পিংকি ও তার পরিবার স্বামীর স্বীকৃতির জন্য বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় সংবাদ সম্মেলন করেন। এসময় বিয়ের সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা আরও বলেন, বিভিন্ন প্রতারণার অভিযোগে একাধিক মামলাও রয়েছে এ কাজির বিরুদ্ধে। এর আগে তিনি কয়েকবার জেলও খেটেছেন।
এ বিষয়ে কাজি সাইফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটি সত্য নয়।
আল মামুন/আরএইচ/জিকেএস