ভুয়া ফটোকার্ড নিয়ে বিজেআইএমের উদ্বেগ

2 months ago 7

ভুয়া ফটোকার্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্ল্যাটফর্ম বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। 

সোমবার (০৭ জুলাই) সংগঠনটির ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট মিডিয়া প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের বিরুদ্ধে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সহযোগীদের ডিজিটাল হয়রানির প্রতিবেদনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেআইএম। এই ধরনের আচরণ গণতান্ত্রিক আলোচনার নীতিগুলোকে ক্ষুণ্ন করে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। 

এতে বলা হয়েছে, আমরা সকল রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শন এবং স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যমের অপরিহার্য ভূমিকাকে সম্মান করার আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে লক্ষ্যবস্তু নির্ধারিত অনলাইন হয়রানি কাম্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একই সঙ্গে আমরা সকল মিডিয়া প্রতিষ্ঠানকে সর্বোচ্চ স্বচ্ছতা, সত্যতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা আমাদের নৈতিক সাংবাদিকতার প্রতি সম্মিলিত প্রতিশ্রুতির উপর নির্ভর করে।

Read Entire Article