ভূতের আলো
রাত হওয়ার আগেই নূরের দায়িত্ব হলো ঘরে-বাইরে আলো জ্বালিয়ে দেওয়া। বাবা-মা সারাদিন অনেক দায়িত্ব পালন করেন। নূর ইচ্ছে করেই আলো জ্বালানোর দায়িত্ব নিয়েছে। নূর আলো জ্বালাতে শুরু করল। নূর বাবা-মায়ের ঘরে আলো জ্বালাল। নূর খাবার ঘরে ও রান্নাঘরে আলো জ্বালাল। বাড়ির বাইরে আলো জ্বালাল। নূর ওর ঘরেও আলো জ্বালাতে এলো। নূর প্রস্তুতি নিয়েছে মাত্র। অমনি কান্নার শব্দে চমকে উঠল! কান্নার শব্দ এমন ভয়ানক হতে পারে? নূর শিউরে উঠল! শীতল অনুভূতি নূরের মাথা থেকে পা পর্যন্ত গড়িয়ে গেল। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ল। একজন নয়, কয়েকজন মিলে কাঁদছে। নূর কাউকেই দেখতে পাচ্ছে না। হঠাৎ নূরের মনে হলো ওর কাছে টর্চ আছে। নূর সাহস করে টর্চ জ্বালাল।