ভূমধ্যসাগরে ডুবল রুশ জাহাজ, যা বলছে মস্কো

12 hours ago 6

আবারও দুঃসংবাদ পেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে সেনা ঘাঁটি থেকে বেরই হয়নি রুশ বাহিনী। আর তাতেই সিরিয়ার মসনদ হাতছাড়া হয় বাশার আল আসাদের। অবশ্য সিরীয় বাহিনীও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। মধ্যপ্রাচ্যে পুতিন তুরস্কের কাছে এভাবে কৌশলগত হারের পর আরেকটি দুঃসংবাদ পেল মস্কো।

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ভূমধ্যসাগরে এবার ডুবে গেছে একটি রুশ জাহাজ। ওই জাহাজটির নাম উরসা মেজর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ওই জাহাজ ডুবে যাওয়ার খবর নিশ্চিত করে। ২০০৯ সালে ওই জাহাজটি নির্মাণ করা হয়েছিল। জাহাজটির নিয়ন্ত্রণ ছিল অবোরোনলোজিসতিকা নামে একটি কোম্পানির হাতে। এই কোম্পানিটি আবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়েরর সামরিক নির্মাণ অপারেশনের সঙ্গে সম্পৃক্ত।

ওই কার্গো জাহাজটি রাশিয়ার একেবারে পূর্ববর্তী বন্দর ভ্লাদিভোস্তোকে যাচ্ছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী এলাকায় ডুবে গেছে ওই কার্গো জাহাজটি। এতে জাহাজের দুজন ক্রু এখনো নিখোঁজ রয়েছেন।

তারা জানান, ১৬ জন ক্রুর মধ্যে ১৪ জনকে উদ্ধার করা গেছে। তাদের স্পেনে নিয়ে যাওয়া হয়েছে। ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণেই ওই জাহাজটি ডুবে যায়। তবে কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা জানায়নি রাশিয়ার কর্তৃপক্ষ।

Read Entire Article