ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মির এলাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার এ ভূমিকম্পের কারণে স্থানীয়রা তাদের বাড়িঘর থেকে বের হয়ে এসেছেন। এর ফলে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যমতে, বিকাল ৪টা ১৯ মিনিটে এটি আঘাত হেনেছে। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ছিল এটির কেন্দ্রস্থল। তবে এর ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জম্মু-কাশ্মির ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরই ভূমিকম্পপ্রবণ এলাকা। এর আগে এলাকাটিতে বড় আকারের বিধ্বংসী ভূমিকম্পের রেকর্ড রয়েছে। ভূমিকম্প থেকে রক্ষা পেতে অঞ্চলের বাসিন্দারা কাদামাটি দিয়ে তৈরি ঘরবাড়িতে বসবাস করেন।
এর আগে ২০০৫ সালের ৮ অক্টোবর এ অঞ্চলে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর ফলে অঞ্চলে ৮০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিলেন।