ভূমিকম্পে রাজধানীতে ৩ জন নিহত

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ এই কম্পনের প্রভাবে ঢাকার বংশালে কসাইতলীর এক পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে অন্তত তিনজন পথচারি নিহত হয়েছেন। এই তথ্য বংশাল থানার ওসি শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে নিশ্চিত করেন। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭ ধরা হয়েছে এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের কয়েক সেকেন্ড স্থায়ীত্বের সময় রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলানো, ক্ষয়ক্ষতি এবং সামান্য ধ্বংসের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছেন, ভূমিকম্পের প্রভাবে মানুষের মধ্যে আতঙ্কজনিত পরিস্থিতি বিরাজ করছে এবং সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

ভূমিকম্পে রাজধানীতে ৩ জন নিহত

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ এই কম্পনের প্রভাবে ঢাকার বংশালে কসাইতলীর এক পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে অন্তত তিনজন পথচারি নিহত হয়েছেন। এই তথ্য বংশাল থানার ওসি শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে নিশ্চিত করেন।

ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭ ধরা হয়েছে এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের কয়েক সেকেন্ড স্থায়ীত্বের সময় রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলানো, ক্ষয়ক্ষতি এবং সামান্য ধ্বংসের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছেন, ভূমিকম্পের প্রভাবে মানুষের মধ্যে আতঙ্কজনিত পরিস্থিতি বিরাজ করছে এবং সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow