ভেনিসে বিএনপির বর্ণাঢ্য সমাবেশ

1 day ago 6

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভেনিসের একটি রেস্টুরেন্টের হলরুমে সমাবেশে কয়েকশ জাতীয়তাবাদী প্রবাসী নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ফ্যাসিবাদের পতনের জন্য। হাজারো ছাত্র-জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা বরদাস্ত করা হবে না।

তারা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইন্টারিম সরকারের সকল প্রস্তুতি নিশ্চিত করা জরুরি।

ভেনিস বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন, রাজনীতিতে গ্রুপিং লবিং থাকে, ভেনিসের রাজনীতিও এর ব্যতিক্রম নয়। তবে এখন গ্রুপিংয়ের সময় নয়। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার।

ভেনিসে বিএনপির বর্ণাঢ্য সমাবেশ

তিনি আরও বলেন, যারা ভেনিস বিএনপিকে ফ্যাসিবাদী আওয়ামী ট্যাগ দেওয়ার অপচেষ্টা চালায়, তারা প্রকৃত পক্ষে শহীদ জিয়ার আদর্শের মানুষ নয়। তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল নয়। সকল নেতাকর্মীর উচিত তাদের থেকে সতর্ক হওয়া।

দলে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আজিজ বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের দিকনির্দেশনায় ইতালি বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী বিএনপি গড়ে তুলি, যেন প্রবাসীরা আগামী নির্বাচনসহ দেশের যে কোনো ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। ধানের শীষের পক্ষে জনমত গঠন করতে পারে।

সমাবেশের বিশেষ আকর্ষণ ছিল নিমাল চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল। তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলসহকারে সমাবেশে যোগ দেন, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

এমআরএম/এএসএম

Read Entire Article