ভেনেজুয়েলার গোপন অস্ত্রভান্ডারের তথ্য ফাঁস করলেন মাদুরো

4 hours ago 4
যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা চলছে ভেনেজুয়েলার। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাদকবোঝাই নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এবার চরম এই উত্তেজনার মধ্যেই নিজেদের শক্তিমত্তার জানান দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জানালেন কারাকাসের হাতে রয়েছে রাশিয়ার তৈরি ৫ হাজার অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল। নিজ দেশকে রক্ষায় গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইজিএলএ-এস নামে এই মিসাইল মোতায়েন করা হয়েছে বলেও জানান মাদুরো। এসময় তিনি আইজিএলএ-এস মিসাইলকে শক্তিশালী অস্ত্রগুলোর একটি বলেও বর্ণনা করেন। আইজিএলএ-এস মিসাইল অনেকটা যুক্তরাষ্ট্রের স্বল্পপাল্লার স্টিনজার মিসাইলের মতো। রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রসোবোরোন এক্সপোর্টের তথ্য মতে, আইজিএলএ-এস মিসাইল ড্রোন, হেলিকপ্টার, স্বল্প উচ্চতায় থাকা এয়ারক্রাফটকে টার্গেট করতে পারে। এই মিসাইল ৬ কিলোমিটার দূরে থাকা টার্গেটে আঘাত হানতে সক্ষম। স্বল্প পাল্লার এই মিসাইল স্থল থেকে ৩.৫ কিলোমিটার উঁচুতে থাকা টার্গেট নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ দেশটির সামরিক বাহিনীকে আধুনিকীকরণের অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে এই মিসাইল কিনেছিলেন। এখন সেই মিসাইলই হয়ে উঠেছে ভেনেজুয়েলার রক্ষাকবচ।  
Read Entire Article