ভেন্যু বিতর্ক নিয়েই শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ

1 month ago 26

নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে গত ২২ নভেম্বর শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের ২০২৪-২৫ মৌসুম। ঠিক এক সপ্তাহ পর শুক্রবার মাঠে গড়াচ্ছে মর্যাদার বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গত কয়েক আসরের মতো এবারও একই সাথে চলবে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ। সপ্তাহের দুইদিন শুক্র ও শনিবার হবে লিগের খেলা এবং সপ্তাহে একদিন মঙ্গলবার থাকবে ফেডারেশন কাপের ম্যাচ।

এবারের ঘরোয়া ফুটবল শুরু হয়েছে অনেক নাই-এর মধ্য দিয়ে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ঝড় বইয়ে গিয়েছিল কয়েকটি ক্লাবের ওপর দিয়ে। যে কারণে সাবেক দুই চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রতো নামই প্রত্যাহার করে নিয়েছে। শেষ মুহূর্তে দল গড়েছে আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। এর মধ্যে আবাহনীতে এবার বিদেশিই নেই। চট্টগ্রাম আবাহনীতে মাত্র একজন।

নেই নেই- এর মধ্যে এবার মৌসুম শুরু হয়েছে ভেন্যু বিতর্ক দিয়ে। চ্যালেঞ্জ কাপের পর রানার্সআপ মোহামেডান বাফুফেকে আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে ওই ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা কিংস অ্যারেনায় ম্যাচ খেলবে না।

মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করে খেলায় বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছিল কিংসের সমর্থকরা। যার কারণে খেলা বন্ধ ছিল লম্বা সময়। মোহামেডানের অভিযোগ কিংস সমর্থকদের ওই কাণ্ডেই ম্যাচ হেরেছে তারা।

বিতর্কে জড়ানো সেই ভেন্যু কিংস অ্যারেনায় আছে প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের ম্যাচ। স্বাগতিক কিংস খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। শুক্রবার অন্য দুই ম্যাচে মুন্সিগঞ্জে ব্রাদার্স খেলবে পুলিশের বিপক্ষে এবং গাজীপুরে মোহামেডান খেলবে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে।

এবার প্রিমিয়ার লিগ হচ্ছে ৫ ভেন্যুতে। কিংস অ্যারেনা, মুন্সিগঞ্জ ও গাজীপুর বাদে অন্য দুই ভেন্যু ময়মনসিংহ ও কুমিল্লা। প্রিমিয়ার লিগের খেলা ৫ ভেন্যুতে হলেও ৩ ডিসেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের খেলা হবে কুমিল্লা, ময়মনসিংহ ও কিংস অ্যারেনায়।

সর্বশেষ টানা ৫ বারের চ্যাম্পিয়ন কিংসের লক্ষ্য শিরোপা জয়ের ডাবল হ্যাটট্রিক করে নিজেদের অনন্য উচ্চতায় তোলা। এবার তারা জিতলে সেই কীর্তির সাথে ৬ বার চ্যাম্পিয়ন হয়ে আবাহনীর পাশেও নাম লেখাতে পারবে না। কিংস শীর্ষ ফুটবলে নাম লেখানোর পর আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারেনি। শুধু স্থানীয়দের নিয়ে তারা এবার কতটা সাফল্য দেখাতে পারে সেটাই প্রশ্ন।

মোহামেডান গত মৌসুমে সবগুলোতেই রানার্সআপ হয়েছে। এবারের মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপেও রানার্সআপ হয়েছে সাদকালোরা। এই মৌসুমে ট্রফিতে হাত ছোঁয়াতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ক্লাব গতবছরের দলটি ধরে রাখতে না পারায় সমর্থকরা হতাশ।

আরআই/আইএইচএস/

Read Entire Article