ভেরেইনার লড়াকু সেঞ্চুরির পর শক্ত জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও

2 weeks ago 14

শ্রীলঙ্কার বিপক্ষে গেবেখা টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৬৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে দলকে ওই রানে রেখেই আউট হন কেশভ মহারাজ। অষ্টম উইকেট পতনের পর ৩০০ ছোঁয়াও কঠিন হয়ে গিয়েছিল প্রোটিয়াদের।

সেখান থেকে কাইল ভেরেইনার দুর্দান্ত প্রতিরোধ। লোয়ার অর্ডারের শেষ দুই সঙ্গীকে নিয়ে আরও ৮৯ রান যোগ করেছেন ভেরেইনা। তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৩৫৮।

ব্যাট হাতে শক্ত জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও। ওপেনার পাথুম নিশাঙ্কার ৮৯ রানের সুবাদে ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে সফরকারীরা পিছিয়ে আছে ১১৬ রানে।

দলীয় ৪১ রানে ওপেনার দিমুথ করুনারত্নে (২০) আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে দিনেশ চান্ডিমালকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন নিশাঙ্কা। চান্ডিমাল ৪৪ করে ফিরলে ভাঙে এই জুটি।

দলীয় ১৯৯ রানে কেশভ মহারাজের বলে বোল্ড হয়ে যান সেঞ্চুরির দোরগোড়ায় থাকা নিশাঙ্কা। ১৫৭ বলে ১১ চার আর ১ ছক্কায় গড়া তার ইনিংসটি ছিল ৮৯ রানের।

নিশাঙ্কা আউট হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার ব্যাটিংয়ের হাল ধরেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস (৪০*) ও কামিন্দু মেন্ডিস (৩০*)। ৪৩ রানের জুটিতে অবিচ্ছিন্ন তারা।

এমএমআর/এএসএম

Read Entire Article