ভেলা থেকে পড়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

2 months ago 36

গাইবান্ধার পলাশবাড়ীতে ভেলা থেকে পড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- বৈরী হরিণমারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৬) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

গাইবান্ধা পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানাই।

Read Entire Article