ভোলায় প্লা‌বিত বসতঘর, ভে‌সে গে‌ছে গবা‌দিপশু

3 months ago 44

ভোলায় নিম্নচা‌পের প্রভা‌বে মেঘনা নদীর পা‌নি স্বাভাবিকের চে‌য়ে ১০০ সে‌ন্টি‌মিটার বেড়েছে। এতে চরফ‌্যাশন উপ‌জেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়‌নের শতা‌ধিক বসতঘ‌র পা‌নিতে প্লা‌বিত হ‌য়ে‌ছে। আর পা‌নিব‌ন্দি র‌য়ে‌ছে প্রায় দেড় থে‌কে দুই শতা‌ধিক মানুষ। বসতঘ‌রে পা‌নি উঠায় অনে‌কে আবার খা‌টে উঠে ব‌সে র‌য়ে‌ছে।

ভোলায় প্লা‌বিত বসতঘর, ভে‌সে গে‌ছে গবা‌দিপশু

ঢালচ‌রের স্থানীয় বা‌সিন্দা মো. ইউসুফ ফরা‌জি ও মো. ফরহাদ হো‌সেন জানান, বুধবার দুপু‌রের দি‌কে জোয়া‌রের পা‌নি‌ প্রবেশ ক‌রে। এতে ঢালচ‌রের শতা‌ধিক বসতঘ‌র প্লা‌বিত হ‌য়। পা‌নিব‌ন্দি হ‌য়ে‌ পড়ে প্রায় ২০০ মানুষ।

ভোলায় প্লা‌বিত বসতঘর, ভে‌সে গে‌ছে গবা‌দিপশু

পা‌নি উন্নয়ন বোড ডি‌ভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদ‌দৌলা জানান, নিম্নচা‌পের প্রভা‌বে বৃহস্পতিবার দুপু‌রের দি‌কে নদীর পা‌নি স্বাভাবিকের চে‌য়ে প্রায় ১০০ সেন্টিমিটার বৃদ্ধি পে‌য়ে‌ছে। আর ঢালচ‌রের বে‌ড়িবাঁধ না থাকায় জোয়া‌রের পা‌নি প্রবেশ ক‌রে‌ছে। ত‌বে ২-৩ ঘণ্টা পর জোয়ার ক‌মে গে‌লে পা‌নি নে‌মে যা‌বে।

জু‌য়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস

Read Entire Article