ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

2 months ago 10

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে রমাগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ গ্রামের চৌধুরী বাড়ির মো. নূরন্নবীর ছেলে।

স্থানীরা জানান, মাছ ধরার জন্য শুক্রবার থেকে পুকুরে বৈদ্যুতিক সেচ মেশিন বসানো হয়। এরপর শনিবার ঈদের দিন দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন রাসেল। পরে ওই পুকুরের সেচ মেশিনটি তিনি একাই চালু করে পুকুর থেকে পানি সেচ করছিলেন। এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পরে যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম

Read Entire Article