ভোলায় হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড, দুজনের যাবজ্জীবন

3 months ago 17

ভোলায় হত‌্যা মামলায় দুজনকে আমৃত্যু ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৪ মে) দুপুরে সহকারী জজ সাখাওয়াত হোসাইন এ রায় দেন।

তারা হলেন, জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. মনির উদ্দিন, আবু তাহের ছেলে মো. জাবেদ, মনির উদ্দিনের ছেলে মো. ছাবিত ও ৪ নম্বর ওয়ার্ডের শাজাহান মানিকের ছেলে মোস্তফা জমাদার টুটুল।

এরমধ্যে মনির উদ্দিন ও মোস্তফা জমাদার টুটুলকে আমৃত্যু ও জাবেদ মিয়া ও মো. হাবিব ছাবিতকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালে ২৪ এপ্রিল চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের নুর উদ্দিনের বাড়িতে জাফর ইমাম স্বপন দলবল নিয়ে ডাকাতি করতে যান। এসময় নুর উদ্দিনের পরিবারের বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করেন। তারা জাফর ইমাম স্বপনকে চিনতে পারেন। পরদিন জাফর ইমাম স্বপন রিকশা করে নায়েবের পুল বাজারের দিকে যাওয়ার পথে মনির ও মোস্তফ জমাদার টুটুল তাকে তুলে নিয়ে যান। সেখানে পোস্ট অফিসের নিচে বেঁধে তাকে মারধর করে দুই পায়ে পেরেক গেঁথে ও হাঁটুর নিচের হাড় ভেঙে দেয়। এসময় ঘটনাস্থলে জাফর ইমাম স্বপন মারা যায়।

এ ঘটনায় ২৫ এপ্রিল চরফ্যাশন থানার তৎকালীন উপ-পরিদর্শক ছগির মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন। পরে ২০১৫ সালে ৬ এপ্রিল ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

Read Entire Article