ভোলায় ১৮২ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১

1 day ago 9

ভোলায় গুদাম থেকে পাঁচ হাজার ৪৬০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। ওই সময় মো. কামাল (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

কামাল ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরসুভি গ্রামের মো. শফিউলল্লাহ ছেলে।

রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চর খলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিঠা হাওলাদার বাড়ি সংলগ্ন একটি গুদাম থেকে ওই চাল জব্দ করা হয়।

দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়তি রানী কৈরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই গুদাম থেকে ৩০ কেজি ওজনের ১৮২ বস্তা সরকারি চাল জব্দ করেছি। ওই সময় মো. কামাল নামে একজনকে আটক করা হয়। তবে চালগুলো সরকারি হলেও কোনো কর্মসূচির সেটি তদন্ত চলছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

Read Entire Article