ভৈরবে মৃত্যুর গুজবে বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট

2 hours ago 7

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগরে মৃত্যুর গুজবে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগানগর গ্রামের আহত দুলা মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এ গুজব বাড়িতে পৌঁছলে দুলা মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাশিদ মিয়া, শামসু মিয়া, কামাল মিয়া ও ফরিদ মিয়ার বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘর ভাঙচুর করে মালপত্র ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, ২৯ জানুয়ারি রাতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আগানগর গ্রামের স্বপন মিয়ার সঙ্গে একই গ্রামের শামসু মিয়ার কথাকাটাকাটি হয়। পরে ঘটনার মীমাংসা করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে হাজী দুলা মিয়া বাড়ির পাশে মসজিদে নামাজের জন্য অজু করার সময় প্রতিপক্ষ শামসু মিয়া, পলাশ, কামালসহ কিছু লোকজন দুলা মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রোহানী জানান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহআলম বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read Entire Article