ভোটগ্রহণের আগেই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

9 hours ago 8
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট শুরুর আগেই অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আবদুল্লাহ আল ফাহাদ৷  বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জুবেরী ভবন কেন্দ্রের সামনে তিনি অভিযোগ করেন। ফাহাদ বলেন, জুবেরী ভবনে স্থাপিত দুটি কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে শুধু কমিউনিটি পুলিশকে দায়িত্বে রাখা হয়েছে৷ বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য স্বেচ্ছাসেবক সংগঠনের কাউকে জুবেরী ভবন কেন্দ্রে রাখা হয়নি৷  তিনি বলেন, কমিউনিটি পুলিশ সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফেরদৌস ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে শহীদ শামসুজ্জোহা হল সংসদে সদস্য পদে নির্বাচন করছেন৷ শুধু কমিউনিটি পুলিশের সদস্যরা এ কেন্দ্রে দায়িত্ব পালন করলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে৷ পরে সকাল পৌনে নয়টার দিকে জুবেরী ভবনে স্থাপিত শাহমখদুম হল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ সরওয়ার জাহানের কাছে বিষয়টি তুলে ধরেন ফাহাদ৷  প্রিসাইডিং কর্মকর্তা বলেন, আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না৷ যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান, তাদের কেন্দ্রের নির্দিষ্ট সীমানার বাইরে থাকতে হবে।
Read Entire Article