ভোটার তালিকা হালনাগাদে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি সম্পন্নের নির্দেশ

2 months ago 11

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি, তাদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আইডি কার্ড হালনাগাদ করার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন জানিয়েছে, অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। ফলে তারা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাবি জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরসগুলোকে এরইমধ্যে লিখিতভাবে অবহিত করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সব শিক্ষার্থীর সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। তাই প্রশাসন সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

এফএআর/এএমএ/এএসএম

Read Entire Article