ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

8 hours ago 1

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেছেন, আমার লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথা বলেন তিনি।

ড. মনিরুজ্জামান বলেন, আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে এখানকার বহু তরুণ-তরুণী বেকার হয়ে ঘরে বসে আছেন। তাদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে, যাতে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন স্বাবলম্বী হতে পারেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন ও লবণাক্ততা দূরীকরণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে গ্রামকে নগরায়নের মাধ্যমে ইকোনমি বেজড ডেভেলপমেন্ট করা হবে।

বিএনপির উদ্দেশ্য প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, আমাদের দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে দেশ চালাবে। সেই লক্ষ্যে আমি ২০০৯ সাল থেকে সাতক্ষীরা-৪ আসনে মানুষের সুখে-দুঃখে পাশে আছি।

তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষ প্রতীক পেলে আসন্ন নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Read Entire Article