ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

2 months ago 9

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগে-পরে সাতদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ভোটের আগে ও পরে যেন কোনো ধরনের ভায়োলেন্স (সহিংসতা) না হয় সে লক্ষ্যে তারা এক সপ্তাহ মাঠে থাকবে।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

তিনি বলেন, আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলা হয়, আগে ভোটের আগে ও পরে সাধারণত চারদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে থাকতো। আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে সময়সীমা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা ছিল আইন-শৃঙ্খলাবিষয়ক যত প্রস্তুতি নির্বাচন ঘিরে, সব প্রস্তুতি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

এমইউ/ইএ

Read Entire Article