ভোটের পরিসংখ্যান নিয়ে মিথ্যাচার করেন ‘আমি-ডামি’ নির্বাচনের আউয়াল

2 months ago 4
অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। কাজী হাবিবুল আউয়াল বিএনপিসহ অন্য অনেক রাজনৈতিক দলকে বাইরে রেখে দ্বাদশ সংসদ নির্বাচন করেছিলেন। নির্বাচনে ভোটের পরিসংখ্যান নিয়েও মিথ্যাচার করেছিলেন তিনি। তাকে ‘আমি-ডামি’ ভোটের রূপকার বলা হয়। আজ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ২০২৪ সালের জাতীয় নির্বাচনে শুধু আওয়ামী লীগ ও আওয়ামী সমর্থিত দলগুলো এবং জাতীয় পার্টি অংশ নিয়েছিল। এতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ভোটকেন্দ্রে যায়নি ভোটাররা। কিন্তু হাবিবুল আউয়ালে ভোটের পরিসংখ্যান নিয়ে ব্যাপক মিথ্যাচার করেছিলেন। ডিবির এ কর্মকর্তা বলেন, সংবিধান ও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ওই নির্বাচনে দল ও প্রার্থীদের জয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করাকে কেন্দ্র করে হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মগবাজারে হাবিবুল আউয়াল আত্মগোপনে ছিলেন জানিয়ে নাসিরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মগবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  ওই মামলায় আউয়ালকে আদালতে সোপর্দ করে তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন করবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তার কমিশনের আওতায় আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ডামি নির্বাচন হয়েছে বলে অভিযোগ ওঠে। যাকে ‘আমি-ডামি নির্বাচন’ বলে আখ্যা দিয়ে থাকেন বিএনপিসহ বিভিন্ন দলের রাজনীতিকরা।  আউয়াল  কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। বিশেষ করে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন।  এর আগে, সাবেক সিইসি নুরুল হুদার গ্রেপ্তারের পর ২২ জুন কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে।   তবে সে সময় ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের তথ্য তাদের কাছে নেই।  অবশেষে আজ বুধবার তাকে গ্রেপ্তারের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।  
Read Entire Article