ভোরে ঢাকায় এসে বৃত্ত পূরণ করবেন শামিত সোম

3 months ago 8

প্রথমে ফাহামিদুল ইসলাম, তারপর হামজা চৌধুরী। ইতালি ও ইংল্যান্ড প্রবাসী এই দুই ফুটবলার অনুশীলন করছেন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য। ফাহামিদুল প্রথম দিন থেকেই এবং হামজা তৃতীয় সেশন থেকে অনুশীলন করছেন। এখন অপেক্ষা কানাডা প্রবাসী শামিত সোমের।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার ভোর পাঁচটায় ঢাকায় পা রাখবেন শামিত। ওই দিন সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দেখবেন তিনি। এর পর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন।

বুধবার সকালে ক্যাম্পে যোগ দিয়ে নতুন ৩ প্রবাসীর বৃত্তপূরণ করবেন শামিত। তিনি হবেন বাংলাদেশ দলের প্রথম ফুটবলার, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে ৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শামিত এখন শুধুই বাংলাদেশের।

হামজা, শামিত ও ফাহামিদুলসহ ৬ প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য ৩ জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

আরআই/এমএইচ/

Read Entire Article