ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে শিশুর মরদেহ উদ্ধার

3 months ago 9

ভোলায় নিখোঁজের একদিন পর পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে মো. ওমর (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলের দিকে রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন এলাকার বাঁধ থেকে মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত শিশু ওমর ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন এলাকার মো. মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৯ মে) বিকেলের দিকে ওমর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা রামনেওয়াজের মৎস্য ঘাট সংলগ্ন এলাকার পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালির নিচে কোনো এক শিশু চাপা পরে আছে দেখতে পান। পরে বালু খুঁড়ে শিশু ওমরের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানান, ওই শিশু বাঁধে প্রতিদিনই খেলাধুলা করতো। তাদের ধারণা গতকাল প্রচুর বৃষ্টি ও বাতাসের মধ্যে বাঁধ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নিচে পরে যায় সে। পরে বালু নরম থাকায় সে বালুর নিচে চাপা পরতে পারে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, নিহতের পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।

জুয়েল সাহা বিকাশ/এমএন/এএসএম

Read Entire Article