পরিবারের অস্বচ্ছলতা দূর করতে দেশের বহু নারী যুক্ত হচ্ছেন কৃষি কাজে। যা থেকে মিলছে কাঙ্খিত ফল। এমনই এক দৃষ্টান্ত গড়েছেন দেশের দক্ষিণের জেলা ভোলার প্রত্যন্ত গ্রামের মনোয়ারা বেগম। তার সফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্য নারীরাও স্বাবলম্বী হতে শুরু করেছেন। বদলে যাচ্ছে গোটা এলাকার আর্থ-সামাজিক চিত্র।
The post ভোলায় মাচা পদ্ধতিতে ছাগল পালনে সাফল্য appeared first on চ্যানেল আই অনলাইন.