ভ্যাট রিটার্নের সময়সীমা বাড়লো ১৮ মার্চ পর্যন্ত

3 hours ago 4

কারিগরি ত্রুটির কারণে অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ১৮ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, যুগপৎ ব্যবহারকারী ও হার্ডওয়্যারের সংখ্যা বেড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

গত ১৬ মার্চ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও অনেক করদাতা ভ্যাট প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় সময়সীমা বাড়ানো হয়।

এনবিআরের সদস্য (মূসক নীতি) ড. মো. আব্দুর রউফ বলেন, রিটার্ন জমা দিতে আসা কোম্পানিগুলোর ভিড়ের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ মার্চ অনলাইনে রিটার্ন দাখিলের শেষ দিনে আকস্মিকভাবে কারিগরি জটিলতার উদ্ভব হয়েছে। ফলে, করদাতাদের পক্ষে ১৬ মার্চ রিটার্ন অনলাইনে দাখিল করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, ফেব্রুয়ারি ২০২৫ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ মার্চ এর পরিবর্তে ১৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

বর্তমানে প্রায় সোয়া ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ মূল কাগজপত্র জমা দেয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ৫ লাখ ৮১ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪ লাখ ফার্ম রিটার্ন দাখিল করে।

এসএম/এসএনআর/জিকেএস

Read Entire Article