ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই

2 weeks ago 14

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গাবতলী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (২০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টা ১৮ মিনিটের দিকে বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। 

কয়েক মিনিটের মধ্যেই আগুন লেলিহান ছড়িয়ে পড়ে এবং পাশের শরিফুল, মঞ্জু মিয়া ও হাবিবুর রহমানের ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরগুলোতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও গবাদিপশু দগ্ধ হতে থাকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টার পর রাত ১০টা ৪২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ঘরে থাকা ৮টি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি, তবে পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের দল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। 

ঘরগুলো ছিল টিনশেড ও কাঠের তৈরি, আর বৈদ্যুতিক তারের সংযোগ ছিল ঝুঁকিপূর্ণ। ফলে সামান্য শর্ট সার্কিটেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনের লেলিহান শিখায় তারা কিছুই বের করতে পারেননি। চোখের সামনে ঘর, জিনিসপত্র, গবাদিপশু—সব পুড়ে ছাই হয়ে গেছে।

Read Entire Article