মওলানা ভাসানী
বাংলাদেশের রাজনীতির দিকপাল হিসেবে যাঁদের ভাবা হয়, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন তাঁদেরই একজন। এই মহান নেতার ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশের রাজনীতির এক ক্রান্তিলগ্নে কৃতজ্ঞ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে এই মহান নেতাকে। মওলানা ভাসানীকে বলা হতো আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নিপীড়িত মানুষের নেতা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। নিজের প্রতিষ্ঠিত দল যখন পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং পূর্ব বাংলার প্রাদেশিক সরকারের ক্ষমতায় তখন সাম্রাজ্যবাদী শক্তির দুই যুদ্ধজোটে পাকিস্তানের যোগদানের বিরোধিতা করে তিনি আওয়ামী লীগের সভাপতি পদের তোয়াক্কা