১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের কিংবদন্তি। তিনি ভারতের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন।
সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফারুক রহমান আরো বলেন, এ দেশের শোষিত-বঞ্চিত মানুষের পাশে সর্বপ্রথম মওলানা ভাসানী দাঁড়ান। শোষণের বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন অগ্রনায়ক। মওলানা ভাসানী ছিলেন একজন বিপ্লবী আদর্শ নেতা, তাকে আজীবন বাংলার মানুষ স্মরণ করবে। তিনি মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, হেলেন জেরিন খান, আসাদুল করিম শাহীন, নাজমুল হক প্রমুখ।