মওলানা ভাসানী : তাঁর ব্যক্তিত্ব ও মানবতা

3 months ago 55
আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বলতে পারি। তিনিই প্রথম এ দেশ স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন, যে ইতিহাস কারও অজানা নয়। আজীবন শোষণ, জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে তাঁর ছিল আপসহীন সংগ্রাম। এই সংগ্রাম ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ছিল পাকিস্তানের স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর মুজিব সরকারের যাবতীয় কালাকানুন, গণতন্ত্রবিরোধী কার্যকলাপ ও জুলুমের বিরুদ্ধে তাঁর কণ্ঠ হয়ে উঠল সোচ্চার। এই বিপ্লবী পুরুষ কোনো জালেমকে কোনো দিন ক্ষমা করেননি। হাত মেলাননি গদি অথবা অর্থের মোহে পড়ে। ১৯৬৯ সালে এ দেশে যখন আইয়ুববিরোধী আন্দোলন সবেমাত্র
Read Entire Article