রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল ক্রসিংয়ের সিগন্যাল নামানোর পরও রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেক গাড়ি। এর মধ্যে ওই সময়ে তেজগাঁওয়ের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।