মগবাজারে ফ্লাইওভার থেকে নারীর মরদেহ উদ্ধার

2 days ago 12

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ইনসাফ-বারকাহ হাসপাতালের বিপরীতে ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে মগবাজার ইনসাফ বারাকাহ হাসপাতালের বিপরীতে ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নারীর নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ফ্লাইওভারের ওপরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার পরিচয় জানা যাবে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

কাজী আল আমীন/এমএইচআর

Read Entire Article