মার্কিন সংগীতশিল্পী জেনিফার লোপেজ গত বুধবার সৌদি আরবে অনুষ্ঠিত ফ্যাশন শোয়ের মঞ্চে পারফর্ম করেছেন। স্টাইলে র্যাম্পিং, ক্যাটওয়াকের মতো নানা আয়োজন ছিল এই ফ্যাশন শোতে।
মূলত এই ফ্যাশন শো-এর কারিগর লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলি সাব। তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন। এ দিন মঞ্চে তার ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা। সেই প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যের লোককাহিনি... বিস্তারিত