মতবিনিময় সভা করেছেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী

5 days ago 3

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মুহিউদ্দীন রাব্বানী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জোহরের নামাজের পর সাভারের কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী এবং পরিচালনা করেন জেলা সহসভাপতি মুফতি সুলতান মাহমুদ।

সভায় আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ঐক্য অপরিহার্য। তাই সর্বস্তরে গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে জনগণের কাছে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি আব্দুল আজীজ, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা ইবরাহিম, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাওসার হুসাইন, মাওলানা আফসার মাহমুদ, পৌর সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান গুলজার, জেলা শ্রমিক মজলিস সদস্যসচিব মাওলানা ইসমাইল, জেলা খেলাফত যুব মজলিস সভাপতি মাওলানা আব্দুস সবুর খান, জেলা খেলাফত ছাত্র মজলিস সভাপতি মাওলানা আব্দুল্লাহ ও আশুলিয়া ইউনিয়ন সভাপতি মুফতি শামসুদ্দিন কাসেমীসহ বিভিন্ন স্তরের নেতা।

সভায় স্থানীয় উলামায়ে কেরাম, সূধী সমাজ ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন।

Read Entire Article