যুক্তরাষ্ট্রের ক্ষমতায় চেয়ারের মালিক বদলে যেতেই মধ্যপ্রাচ্যেও আসছে পরিবর্তন। ইসরায়েল ও ইরানের মধ্যে টান টান উত্তেজনার মধ্যে, ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র এখন ওই অঞ্চল থেকে পিছু হটছে। কমাচ্ছে সামরিক উপস্থিতি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার প্রত্যাহার করা হয়েছে। তবে নানামুখী হুমকি মোকাবিলায় এখনো ওই ক্যারিয়ারের প্রচুর সক্ষমতা রয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন।
ইউএসএস আব্রাহাম লিংকন সপ্তাহান্তে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অঞ্চল ছেড়ে যায়। পরে সেটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে থাকা সপ্তম বহরে যোগ দেয়। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ডেস্ট্রয়ার, ফাইটার স্ক্রয়াডন ও ট্যাংকার এয়ারক্রাফট ও বি-৫২ দূরপাল্লার স্ট্রাইক বোম্বার মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
গেল অক্টোবরের শুরু থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। এসময় ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে এই দুই দেশ বড় সংঘাতে ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় মিত্র ইসরায়েলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তবে গেল দেড় মাসেও বড় কিছু না হওয়ায় যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে শক্তি কমাচ্ছে।