মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদল নেতা গ্রেফতার

5 hours ago 4

নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল রানা বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ভাটোপাড়া গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে।

এর আগে গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে বাগাতিপাড়ার জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় ওই বাড়ি থেকে দুই রাউন্ড তাজা গুলি ও সাত রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ চৌধুরী বাগাতি পাড়ায় থানায় মামলা করেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

Read Entire Article