রাজধানীর বাড্ডা থানাধীন আব্দুল্লাহবাগের একটি বাসা থেকে রাকিবা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদহ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই শিক্ষার্থী বাড্ডার কলেজিয়েট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, বুধবার দিনগত মধ্যরাতে খবর পেয়ে ওই বাসার নিচতলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ওই স্কুলছাত্রীর বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর সে মায়ের সঙ্গে থাকতো। তবে কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
ওই স্কুলছাত্রী বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের মো. রফিক হাওলাদারের কন্যা। বর্তমানে বাড্ডার আব্দুল্লাহবাগের ২ নম্বর রোডের ভাড়া বাসায় থাকতো। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার বড়।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস