মনে মনে শপথ করলে তা শপথ গণ্য হবে কি?

3 months ago 53

ইসলামে শপথ শুধু আল্লাহর নামেই করতে হয়। ‘আল্লাহ’ বা তার গুণবাচক কোনো নাম উচ্চারণ করে শপথ করা যায়। যেমন ‘আল্লাহর শপথ’ ‘রহমানের শপথ’ ‘রাজ্জাকের শপথ’ বলে কিছু বললে তা শপথ গণ্য হবে। ‘আল্লাহর ইজ্জতের শপথ’ ‘আল্লাহর মর্যাদার শপথ’ বলেও শপথ করা যেতে পারে।

আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা হারাম ও ছোট শিরক যা বড় গুনাহসমূহের অন্তর্ভুক্ত। আল্লাহর ছাড়া যে কোনো ব্যক্তি বা বস্তু যেমন ফেরেশতা, নবিজি (সা.), কাবা, আমানত, নামাজ, বাবা-মা বা কোনো দরবেশের নামে শপথ করা হারাম। রাসুল (সা.) বলেন, আল্লাহ তোমাদেরকে বাবা-মায়ের নামে শপথ করতে নিষেধ করেছেন। যে শপথ করতে চায়, সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

শপথ সংঘটিত হওয়ার জন্য শপথের বাক্য মুখে উচ্চারণ করা জরুরি। মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে শপথ করলে শপথ হয় না। এ রকম শপথ ভেঙে ফেললে কাফফারাও দিতে হয় না। যেমন কেউ মনে মনে বললো ‘আল্লাহর শপথ আমি অমুকের সাথে কথা বলবো না বা অমুকের বাড়িতে যাবো না’, এটি শপথ গণ্য হবে না। পরবর্তীতে ওই কাজগুলো করলেও কাফফারা দিতে হবে না।

কেউ যদি আল্লাহর নামে কোনো শপথ করে পরে তা রক্ষা করতে ব্যর্থ হয়, শপথটি ভেঙে ফেলে, তাহলে সেজন্য কাফফারা দিতে হয়। কসমের কাফফারা হলো দশজন দরিদ্র ব্যক্তিকে দুই বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো অথবা দশজন দরিদ্র ব্যক্তিকে এক জোড়া করে কাপড় দেওয়া। এভাবে কাফফারা আদায় করার সামর্থ্য না থাকলে লাগাতার তিন দিন রোজা রাখতে হবে। আল্লাহ বলেন,

لَا یُؤَاخِذُکُمُ اللّٰهُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَ لٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ فَکَفَّارَتُهٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَهۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُهُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ

আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না অর্থহীন কসমের ব্যাপারে, কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে কর সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন। সুতরাং এর কাফফারা হল দশ জন মিসকীনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার, যা তোমরা নিজেদের পরিবারকে খাইয়ে থাক, অথবা তাদের বস্ত্র দান করা, কিংবা একজন দাস-দাসী মুক্ত করা। যে সামর্থ্য রাখে না, তার জন্য তিন দিন রোজা রাখা। (সুরা মায়েদা: ৮৯)

ওএফএফ/জিকেএস

Read Entire Article