মনোনয়ন না পেয়েও প্রার্থী হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে নির্বাচনের আনুষ্ঠানিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।  গত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার দাবি করে ইঞ্জিনিয়ার সোবহান বলেন, ‘কথামালার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি অনুসারে সুষ্ঠ

মনোনয়ন না পেয়েও প্রার্থী হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এর আগে নির্বাচনের আনুষ্ঠানিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। 

গত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার দাবি করে ইঞ্জিনিয়ার সোবহান বলেন, ‘কথামালার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি অনুসারে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় তাহলে জনগণের ভোটে আমি নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।’ 

এলাকার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ‘৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। দলের দুর্দিনে বিগত ওয়ান ইলেভেন থেকে কান্ডারিবিহীন বরিশাল-১ আসনের বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে ও দলের হালধরে সু-সংগঠিত করে রেখেছি।’

‘বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করে নির্বাচনের মাত্র সাতদিন পূর্বে প্রচারণার মাঠে নেমে ব্যাপক সারা পেয়েছি। এবারও দলের কাছে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। তাই দল-মত নির্বিশেষে কর্মী সমর্থকদের ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয়ী হতে চাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow