মব ভায়োলেন্স পরিহার করুণ
মাহবুবউদ্দিন চৌধুরী:নতুন বাংলাদেশ গড়ে তুলতে মব ভায়োলেন্সের কোন প্রয়োজন নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে আরো কঠোর থেকে কঠোরতর হতে হবে। জীবনের রিক্স নিয়ে পুলিশ মব ভায়োলেন্স বা চাঁদাবাজীদের আটক করবে আর তথাকথিত ছাত্র নেতা বা সরকারি দলের লোকজন যেয়ে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনবে এতে করে মব ভায়োলেন্সকারীরা আরো ভয়ংকর রুপে রুপান্তরিত [...]