মমতাজ উদ্দিনের জামিন স্থগিতই থাকবে, রুল নিষ্পত্তির নির্দেশ

19 hours ago 5

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আওয়ামী লীগপন্থি সিনিয়র আইনজীবী মো. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে জামিন প্রশ্নে জরি করা রুল তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতাদেশ (কন্টিনিউ) চলমান রেখে জামিন প্রশ্নে রুল তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন।

আদালতে আজ অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া ও অনিক আর হক।

এর আগে গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে অ্যাডভোকেট মো.মমতাজ উদ্দিনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, অ্যাডভোকেট মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে আরেকটি মামলা রয়েছে।

গত ৮ জানুয়ারি হাইকোর্ট দুই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে জামিন দেন। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয় বলে জানান তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এফএইচ/এসআইটি/জেআইএম

Read Entire Article