ময়নাতদন্ত ছাড়াই সাবেক সেনাপ্রধানের মরদেহ হস্তান্তর

1 month ago 7
সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (০৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন জসিম হলে সেনা কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় ময়নাতদন্তের বিষয়ে পরিবারের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেছিলেন উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনানিবাসে তার জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাটহাজারী উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শেষ ইচ্ছানুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়নি। প্রসঙ্গত, এম এম হারুন-অর-রশিদের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বীরপ্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত তিনি দেশের দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
Read Entire Article