ময়মনসিংহে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

3 hours ago 6

ময়মনসিংহে ফুলপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে ফুলপুর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মাওড়াদেওরা চওরা বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, নকলা থেকে ফুলপুর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ট্রাকটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল।

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটি পালিয়ে গেছে। আমাদের আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

Read Entire Article