অপারেশন ডেভিল হান্ট অভিযানে ময়মনসিংহ ফুলপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাইটকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এটিএম মনিরুল হাসান টিটু উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেকিম সরকারের ছেলে।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।