‘মরা ছাড়া আর গতি নাই’ ফেসবুকে যুবকের পোস্ট, অতঃপর...

2 months ago 7

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ নিজের ফেসবুক আইডিতে এমন মর্মান্তিক একটি পোস্ট দিয়ে রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।  

রোববার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।
 
নিহত রাহাত ওই এলাকার ব্যবসায়ী শফিক সরকারের বড় ছেলে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন।

Read Entire Article